রূপনারানের কূলে বাংলা সাজেশন উচ্চ মাধ্যমিক 2024 rupnarayan kule Bangla suggestion 2024

SAFAL TUMI Education
0
রূপনারানের কূলে রবীন্দ্রনাথ ঠাকুর 
 উৎস: "শেষ লেখা" কাব্যগ্রন্থের অন্তর্গত ১১ সংখ্যক কবিত। 

 গুরুত্বপূর্ণ শব্দার্থ: ■রূপনারান- পরিচিত নদীর নাম রূপনারায়ন । কিন্তু কবিতার রূপনারান বলতে 'রুপমা জগতকে' বোঝানো হয়েছে। ■ কুল-কিনারা/ পাড়। ■ আপনারে নিজেকে। ■বঞ্চনা-প্রতারণা। ■আমৃত্যু- মৃত্যু পর্যন্ত। 

 মূলভাব: রূপমা জীবন নদীর শেষ কিনারে পৌঁছে, কবি উপলব্ধি করেছেন এই বিশ্বচরাচর কোনো স্বপ্নের বেলাভূমি নয় – কঠিন বাস্তব। বাস্তবের এই বা ভূমিতে চলার পথ অতি কণ্টকাকীর্ণ। পথের দু-ধারে রয়েছে দুঃখ-বেদনা আর কঠিন আঘাতের অনিবার্য আগমন। তবুও এই কঠিন বাস্তবকেই কবি ভালোবেসেছেন, কারণ দুঃখের তপস্যার পথেই তো সত্যের সন্ধান লাভ সম্ভব। জীবনের এই শাশ্বত সত্য লাভের মধ্যে দিয়েই সত্যদ্রষ্টা কবি মৃত্যুতে জীবনের সমস্ত ঋণ পরিশোধ করতে চেয়েছেন। ডাউট ক্লিয়ারিং “সে কখনো করেনা কল্পনা" এখানে সে বলতে বোঝানো হয়েছে কঠিনকে। সেরা বা কঠিন সত্য কে নয়। কবিগুর মূলত বলতে চেয়েছেন সত্তা সিরকাল কঠিন হয়। কিন্তু তিনি কঠিনকেই ভালোবাসেন। কারণ 'কঠিন' কখনো মানুষকে প্রভাবিত করে না, বিষয়টি ক অন্যভাবে বোঝাই কঠিনেরে ভালো বাসিলাম - কবি কেন কঠিনার ভালোবেসেছেন। এখানে উত্তর হবে কঠিন মানুষকে বর্ণনা করে না বলেই কবি কঠিনকে ভালোবেসেছেন। অর্থাৎ স্পষ্টভাবেই বোঝা গেল যে, 'সে' বলতে কবিতায় কঠিনকে বোঝানো হয়েছে। 

 MCQ 
 ১. রক্তের অক্ষরে দেখিলাম'—কবি কী দেখেছেন? 
(ক) আপনার রূপ
(খ) জগতের রূপ 
(গ) মৃত্যুর রূপ 
(ঘ)জীবনের সত্য 

 ২. 'জানিলাম এ জগৎ'- 
(ক) মায়া নয় 
 খ) দুঃস্বপ্ন নয় 
(গ) স্বপ্ন নয় 
(ঘ) সত্য নয় 

 ৩. সে কখনো করে না বঞ্ছনা'- সে হল - 
 (ক) সত্য 
 (খ) কঠিন 
(গ) কঠিন সত্য 
(ঘ) মৃত্যু 

 ৪. 'জেগে উঠিলাম'—কবি জেগে উঠেছেন-
  (ক) যমুনার তীরে
  (খ) পদ্মার বুকে
  (গ) রূপনারানের কূলে
  (ঘ) গঙ্গার নদীস্রোতে 

 ৫. 'চিনিলাম আপনারে'-বস্তা নিজেকে চিনেছেন-
  (ক) সুখে-দুঃখে
  (খ) দুঃখ শোকে
  (গ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়
  (ঘ) আঘাত দুঃখ যন্ত্রণায়

৬. সকল দেনা শোধ করে দিতে'—সকল দেনা কীসের মধ্য দিয়ে শোধ হয়?

 (ক) আঘাতের মধ্য দিয়ে 
 (খ) মৃত্যুর মধ্য দিয়ে 
 (গ) জেগে ওঠার মধ্য দিয়ে 
 (ঘ) জন্মের মধ্য দিয়ে 

 ৭. 'আমৃত্যুর দুঃখের তপস্যা হল'-

(ক) এই পৃথিবী 
(খ) এ জীবন 
(গ) কঠিন 
(ঘ) সত্য জীবন নদী 

 ৮. 'এ জীবন' কী ? 
 (ক) আমৃত্যু দুঃখের তপস্যা 
 (গ) কঠিন সত্যের বিজ্ঞাপন 
 (খ) বাস্তবের রক্ষা মঞ্চ 
 (ঘ) দুঃখ আঘাতের সাধনা

  ৯. কবি কোথায় 'আপনার রূপ' দেখেছেন ? 

  (ক) রূপনারানের কূলে
  (খ) আঘাতের অক্ষরে
  (গ) রক্তের অক্ষরে
  (ঘ) মৃত্যুর হাতছানিতে 

 ১০ . 'রূপনারানের কূলে' কবিতায় কবি কাকে চিনেছেন ? 
  (ক) জগতকে 
  (খ) সত্যকে
  (গ) দুঃখকে
  (ঘ) আপনাকে

  ১১. ‘রূপনারানের কূলে' কবিতায় রূপনারান কীসের প্রতীক?

 (ক) মৃত্যু
 (খ) জীবন
 (গ) সত্য
 (ঘ) রূপময় জগত

  12. কবি কিসের 'দারুণ মূল্যের কথা বলেছেন ? 

 (ক) জীবনের 
(খ) স্বপ্নের
(গ)সত্যের 
(ঘ) পৃথিবীর 

১৩. রূপনারায়ণের কূলে জেগে কবি ভালোবাসলেন --- 

 (ক) জগৎকে
 (খ) আপনাকে 
 (গ) সত্যেকে
 (ঘ) কঠিনকে 

 SAQ

  1. 'কঠিনেরে ভালোবাসিলাম' - কবি কেন কঠিনকে ভালোবেসেছেন ?

 উত্তর : কঠিন কখনও বানা করে না, তাই কবি কঠিনকে ভালোবেসেছেন। 

 ২. 'চিনিলাম আপনারে'—কবি কীভাবে নিজেকে চিনেছেন? 

 উত্তর : জীবনভর আঘাতে-আঘাতে, বেদনায়-বেদনায় জর্জরিত হয়ে কবি নিজেকে চিনেছেন।

 ৩. আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন'—কবি জীবনকে দুঃখের তপস্যা' মনে করেছেন কেন ? 

 উত্তর : প্রবহমান মানব জীবন দুঃখ-যন্ত্রণাময়। আঘাত বেদনা প্রতিনিয়ত জীবনকে জর্জরিত করে চলেছে। তাই কবির কাছে এ জীবন হল দুঃখের তপস্যা।

 ৪. সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কী করতে চেয়েছেন? 

 উত্তরঃ সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কবি আমৃত্যু দুঃখের তপস্যা করতে চেয়েছেন। 

 5. জানিলাম এ জগৎ স্বপ্ন নয়' কবির কখন এই উপলন্ধি হল ? 

 উত্তর : রূপনারানের কূলে জেগে উঠে অর্থাৎ জীবনের শেষ কিনারে পৌঁছে কবির এই উপলব্ধি হয়েছিল। 

 6“জেগে উঠিলাম”—কবি কোথায় কীভাবে জেগে উঠেছেন ? 

 উত্তর : রূপনারানের কূলে পৌঁছে কবি উপলব্ধির মধ্যে দিয়ে জেগে উঠেছেন। 

 ৭. ‘মৃত্যুতে সকল দেনা' কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন?

 উত্তর : আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়েই মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন।

Post a Comment

0Comments

Thanks for commenting

Post a Comment (0)